OrdinaryITPostAd

ফেসবুক থেকে আয় করার সেরা ১২ টি উপায়।পেজ খোলার নিয়ম।

নটরডেম কলেজে কেন পড়া উচিতফেসবুক থেকে আয় করার সেরা ১২টি উপায়গুলো জেনে নিই। বর্তমানে অনলাইন থেকে আয় করার সব থেকে সহজ মাধ্যম হলো ফেসবুক।কথায়  বলে ফেসবুক=টাকা। ব্যবহার জানলে কথাটি খুবই সত্য।

ফেসবুক থেকে অনেক উপায়ে টাকা আয় করা যায়। আপনিও কি ফেসবুক থেকে টাকা আয় করার কথা ভাবছেন? তাহলে আলোচনাটি আপনার জন্যই। তাছাড়াও পেজ খুলে কিভাবে সহজে আয় করবেন আসুন জেনে নিই।
পোস্ট সূচীপত্রঃ 

১।ফেসবুক গ্রুপ বা পেজ তৈরি করে আয় 

ফেসবুক থেকে আয় করার জন্য আমরা প্রথমে একটি ফেসবুক আকাউন্ট খুলে নিজের একটি গ্রুপ তৈরি করব। গ্রুপ বড় হয়ে গেলে একটি ফেসবুক পেজ খুলে নিজের ব্যবসা শুরু করতে পারি। আপনার পছন্দ মতো যে কোন প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব। যে কোন পণ্য বিক্রি করার সুবিধা রয়েছে এখানে।

 ২।ফেসবুক মনিটাইজ করে আয়  

ফেসবুকে নিজের তৈরি কন্টেন্ট মনিটাইজ করে আয় করার একটি সম্ভাবনা বা সুযোগ তৈরি হয়। এতে করে কোন ব্র্যান্ডের সাথে সহযোগিতা করা এবং সে বিষয়ে প্রচার প্রচারণা করার মাধ্যমে আপনি নিজের আয় সুনিশ্চিত করতে পারেন। তবে সেক্ষেত্রে ফেসবুকের নিয়মগুলো আপনাকে অবশ্যই অনুসরন করতে হবে। 

৩।ফেসবুক মার্কেট প্লেসে পন্য বিক্রি করে আয়

ফেসবুক থেকে আয় করার সেরা ১২টি উপায়ের মধ্যে একটি হলো মার্কেট প্লেসে বিভিন্ন পন্য বিক্রি করা। সেটা যে কোন কিছু হতে পারে। এর সব থেকে বড় সুবিধা হলো, আলাদা করে কোথাও যেতে হয়না।ঘরে বসেই আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন। তার জন্য প্রয়োজন শুধুমাত্র একটি স্মার্ট ফোন বা কম্পিউটটার। 

৪।ইভেন্টের মাধ্যমে আয় 

আপনার ফেসবুক পেজে ইভেন্ট পরিচালনা করেও বেশ ভালো আয় করা সম্ভব। এই ইভেন্টের মাধ্যমে অনেক মানুষের সাথে আপনি পরিচিত হতে পারেন। আপনার ব্যবসার ধরণ অন্যকে জানানোর সুযোগ সৃষ্টি হতে পারে। এতে আপনার পন্যের বাজার প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ অগ্রগতি  হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুনঃ প্রতি সপ্তাহে ৪০০০ টাকা পর্যন্ত আয় করুন 

৫।অনলাইন কোচিং থেকে আয়

ফেসবুক থেকে আয় করার সেরা ১২টি উপায়ের মধ্যে খুবই জনপ্রিয় একটি মাধ্যম হলো অনলাইন কোচিং। দেশ কিংবা বিদেশ,পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই অনলাইনে কোচিং করে খুব ভালো আয় করা সম্ভব।বিশেষ করে শিক্ষার্থীদের কাছে অনলাইন খুবই জনপ্রিয়। আপনি যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন তবে অনলাইনে কোচিং করাতে পারেন।

৬।সোশ্যাল মিডিয়া ম্যানেজার

একটি ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুব গুরুত্বপূর্ণ। ফেসবুক গ্রুপে কোন ইভেন্ট আয়োজন করে একটি ব্র্যান্ডের সোশ্যাল ম্যানেজারের দায়িত্ব পালন করতে পারেন। তাছাড়াও কোন প্রতিষ্ঠানের হয়ে একটি ব্র্যান্ডের ম্যানেজারে দায়িত্ব নিয়েও আপনি কাজটি করতে পারেন। এতে আপনার দক্ষতার পাশাপাশি পরিচিতিও বাড়বে।.৭

৭।পেজের রিলস তৈরি করে আয়

ফেসবুকের অত্যন্ত জনপ্রিয় ফিচার হলো রিলস। রিলস মানে হলো ছোট ভিডিও। এক মিনিটের কম সময়ের ভিডিওকে রিলস ভিডিও বলে। বিশেষ করে যারা টিকটক ভিডিও বানায় তাদের জন্য সেরা প্লাটফরম হলো পেজের রিলস।্কম সময়ে বেশি মানুষের কাছে পৌঁছানোর দারুন মাধ্যম হতে পারে রিলস। 

সম্প্রতি রিলস এ অ্যাড দেখা যায়। রিলস নিয়মিত আপলোড করে ভাল আয় করা যায়। মেটা ঘোষণা করেছে এই ফিচারের একজন ব্যবহার কারি রিলস দেখার সময় স্টার দিতে পারে। প্রতি ১০০ স্টার= ১ ডলার। 

রিলস থেকে মেটা একাধিক ভাবে টকা দিবে।এর মধ্যে অন্যতম হলো রিলস প্লে বোনাস প্রোগ্রাম। এই প্রকল্পে মেটা কোন ভিডিওতে ৩০দিনে ১ হাজার ভিউ হলে টাকা দিবে। এর অধিনে ৩৫হাজার ডলার বা ২৮ লাখ টাকা পর্যন্ত হতে পারে।

সম্প্রতি মেটা ঘোষণা করেছে যারা নিজস্ব রিলস পাবলিশ করবে তাদেরকে টাকা দেওয়া হবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে একজন ৪হাজার ডলার বা ৩লাখ ৩০হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। ১টি চ্যালেঞ্জ সম্পূর্ণ করলে আর ১টি চ্যালেঞ্জ খোলে।এটি ৩০ দিন মেয়াদি। তারপর আবার নতুন করে শুরু করতে হয়।

তবে শর্ত থাকে যে,এই চেলেঞ্জের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই রিলস বোনাসের  সাথে যুক্ত থাকতে হবে।  

৮।ইন স্ট্রিম অ্যাড থেকে আয় 

এই পদ্ধতিতে টাকা আয় করতে চাইলে কমপক্ষে ১০০০০ ফলোয়ার থাকতে হবে।গত ৬০দিনে ৬লাখ  ভিউ সহ আরও কিছু শর্ত মেনে ভিডিও আপলোড করে টাকা আয় করা যায়। ইন স্ট্রিম অ্যাড একটি খুব জনপ্রিয় মাধ্যম টাকা ইনকাম করার। যা আপনিও অনায়াসে এই ফিচারটি ব্যবহার করে আয় করতে পারেন।।এর থেকে প্রাপ্ত আয়ের ৫৫%নিজে বাকি ৪৫%ফেসবুক কেটে নেয়। 

 আরও পড়ুনঃসাদা ফুলের গন্ধ বেশি হয়

৯।ফলোয়ারের মাধ্যমে আয়

আপনার ফেসবুক পেজের ফলোয়ার যত বেশি হবে ততোই আপনার ভিডিওগুলো বেশি ভিউ হবে। আর যতো বেশি ফলোয়ার ততবেশি ভিউ হবে এটাই স্বাভাবিক। তাই আপনার কন্টেন্ট যদি ভাল হয় তবে অবশই ভিউ বাড়বে। জনগনের চাহিদার কথা মাথায় রেখে কন্টেন্ট তৈরি করে ফলোয়ারের সংখা বাড়াতে হবে। 

১০। পেইড সাবস্ক্রিপ্সনের মাধ্যমে

পণ্য বিক্রির মাধ্যম ফেসবুক পেজ। ফেজবুক থেকে আয় করার সেরা ১২টি উপায়ের মধ্যে একটি হতে পারে পেইড সাবস্ক্রিপ্সনের মাধ্যমে। শুধুমাত্র ফলোয়ারদের কাছে নয় বরং ডলার খরচ করে পেইড সাবস্ক্রিপ্সন এর মাধ্যমে ফেসবুক পন্য রিলেটেড ভোক্তা খুঁজে বের করে তার কাছে পৌঁছানো সম্ভব। 

১১।স্পন্সার পোস্ট থেকে আয়

যেসব ফেসবুক পেজ বেশি রিচ বা ফলোয়ার সংখ্যা অনেক বেশি সেই পেজে অনেক স্পন্সর পাওয়া যায়। অন্য প্রতিষ্ঠান তাদের পন্যের বিজ্ঞাপন এই পেজগুলোর মাধ্যমে করিয়ে থাকে। ফলে স্পন্সর পোস্ট থেকেও এই পেজের বেশ ভাল আয় হয়ে থাকে। 

১২। উদ্যোক্তা তৈরি করে 

ফেসবুক ব্যবহার করে একজন সাধারণ মানুষ সফল উদ্যোক্তা হতে পারে। সব থেকে মজার ব্যাপার হল এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার খুব একটা প্রয়োজন হয়না। আপনি যদি ঘরে বসে  বিনা পুঁজিতে কোন কাজের সন্ধানে থাকেন তবে এটি হতে পারে আপনার জন্য সেরা মাধ্যম। আপনার কোন দক্ষতাকে প্রদর্শনের মাধ্যমে ফেসবুক থেকে টাকা আয় করা সম্ভব। 

উপরের আলোচনা থেকে যদি আপনার কোনরকম উপকার হয়ে থাকে তবে আমি সফল। ফেসবুক শুধুমাত্র বিনোদনের মাধ্যম না হয়ে ইনকামের একটি মাধ্যম হয়ে উঠুক আপনার আমার সবার জন্য।

 ফেসবুক পেজ তৈরি করার নিয়মঃ

প্রথমে PROFILE CLICK করব। 

PAGE এ CLICK করব

CREAT বাটনে ক্লিক করবেন

GET STARTED

PAGE NAME[অবশ্যই বিষয় রিলেটেড ]

NEXT

CATAGORY

CREAT

OPTION: PROMOTE YOUR PRODUCTS OR SERVICES [PRODUCT SELL]

CREAT CONTENT AND CONNECT WITH FANS [CONTENT তৈরি]

CONTINUE

PROFAIL এ ছবি, কভার ফটো, লোগো দিতে হবে.

NEXT

INVIDE FRIENDS

FRIENDS SELECT

SEND

NEXT

PAGE NOTIFICATION ON YOUR PROFAIL

MARKETING AND PROMOTION EMAILS ABOUT YOUR PAGE[ যার যেটা দরকার, সেটাতেই ক্লিক করবে ]

TURN

PAGE CREATE COMPLITE

উপরের ডানে থ্রি লাইনস এ ক্লিক করে

START TOUR

NEXT

DONE PAGE  CREATE

এই পদ্ধতি অবলম্বন করলে আপনি সফল ভাবে খুব সহজে ফেসবুকে একটি পেজ খুলে নিতে পারেন। ফেসবুকে পেজ খুলে আপনার নতুন  পথে যাত্রা শুরু হোক। ফেসবুক থেকে আয় করার সেরা যে ১২টি উপায় দেখানো হয়েছে এই লেখায়, এই ফেসবুক পেজ হতে পারে  টাকা আয়ের সহজ সমাধান। 

পেজ খোলা হয়ে গেলে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। কিভাবে ভিডিও আপলোড দিব? আসুন ধাপে ধাপে সেটিও শিখে নিই। 

GOOGLE PLAY STORE থেকে META BUSINESS SUITE

INSTALL

OPEN

ALOW

PAGE এ আসবেন

নিচে PLUS[+] আইকন CLICK

CREATE NEW CONTENT

POST[ ছবি দিব]

REEL অথবা FULL LEAGTH ভিডিও

MEDIA তে ক্লিক

VEDIO SELECT

NEXT

উপরে লেখা WRITE SOMETHING

TITLE দিতে হবে

NEXT

SCHEDULING OPTIONS

PUBLISH NOW

PUBLISH

SAVE AS DRAFT[ শুধু ড্রাফ করে রাখলে]

SCHEDULE FOR LATER

এখন BACK  আসবো

TIME LINE এ দেখব। দুই এক মিনিট সময় লাগতে পারে।

ভিডিও তৈরি করতে আপনার হাতের স্মার্টফোন অথবা ক্যামেরা দিয়ে করা যায়। ব্লগের জন্য আগে ভিডিও করে নেব। ভিডিও করার মাঝে কিছু কিছু জিনিস বা জায়গার পরিচয় করিয়ে দেওয়ার সময় সেখানে ভয়েস লাগে। কিছু কিছু ব্যাকগ্রাউন্ড ভয়েস লাগে যার উপর দিয়ে ফুটেজ চলবে। 

আরও পড়ুনঃমানব জীবনে দূর্বা ঘাসের অবদান

পেজ মনিটাইজ এর শর্তাবলী 

কমপক্ষে পাঁচ হাজার ফলোয়ার

৬০ হাজার মিনিট ওয়াচ টাইম

ফেসবুক গাইডলাইন ভঙ্গ করা যাবে না

 বিগত লাস্ট ৩০ দিনে কমপক্ষে পাঁচটা ভিডিও দিতে হবে

আবেদন একসেপ্ট হলে টাকা ইনকামের উপযুক্ত বলে গণ্য হবে। 

এরপর থেকে ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওতে এড দিবে। 

Facebook থেকে আয় করা টাকা উত্তোলনের জন্য যে কোন ব্যাংক, সেটা সরকারি বা বেসরকারি আপনার বাড়ির পাশের সব ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যাবে। ইনকাম আসবে ডলারে কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটা টাকাতে কনভার্ট করে দেবে আপনার একাউন্টে।

শেষ কথা

উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম ফেসবুক থেকে আয় করার সেরা ১২ টি উপায় সম্পর্কে। জীবনে সুযোগ বারে বারে আসে না ।তাই বেকার বসে না থেকে ফেসবুক ব্যবহার করে আমরা ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করে জীবনকে আরও অর্থবহ করে  তুলতে পারি।






 






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url