OrdinaryITPostAd

গ্লিসারিন এর উপকারিতা ও অপকারিতা

গ্লিসারিন একধরনের তরল পদার্থ । এটি সাধারনত গাঢ় থিক থিকে হয়ে থাকে ।হাতে নিলে চিটচিটে অনুভুত হয় 'এটি মূলত ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে 'বিশেষ করে শীতকালে গ্লিসারিন এর নানাবিধ ব্যবহার চোখে পড়ে।




গ্লিসারিন ভিন্ন উপায়ে ভিন্ন ভাবে ব্যবহার হয়ে থাকে।যেমনঃরূপচর্চায় এর জুড়ি মেলা ভার।ত্বকের যত্নে এর প্রভাব অতুলনিয়।ত্বকে ও চুলে এর ব্যবহারে যে উজ্জ্বলতা চোখে পড়ে তা বলার মত না।


পেজ সুচিপত

p>

ব্যবহার

উপকারিতা

অপকারিতা

সাবধানতl

class="alert info" >

ব্যবহার:

ত্বকে ব্যবহারের ক্ষেত্রে গ্লিসারিন এর সাথে সমপরিমান পানি মিশিয়ে আপনার সারা শরীরে  মেখে নিতে পারেন' তাতে করে আপনার ত্বক রুক্ষ হবেনা :

আপনি এটিকে আপনার চুলেও ব্যবহার করতে পারেন' যেমন শ্যাম্পুর সাথে  সামান্য পরিমান গ্লিসারিন মিশিয়ে ব্যবহার  করলে  চুল নরম, সিল্কি হয়।চুলের স্বাস্থ্য বজায় থাকে ।

যাদের মুখের ত্বক খুব রুক্ষ এবং খসখসে তাদের জন্য এটি হতে  পারে অমৃত 'হাতে সামান্য পরিমান স্লিসারিনের সাথে সমপরিমান গলাপজল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন তারপর এটি সারা মুখে আলতো ভাবে লাগিয়ে নিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিজেকে আবিস্কার করুন সম্পূর্ণ নতুন রুপে।

উপকারিতা:

 গ্লিসারিনের উপকারিতা বলে শেষ করা যাবেনা। বিশেষ করে শীতকালে এর নানাবিধ ব্যবহার লক্ষ্য করা যায়; ত্বকের মলিনতা দূর করে  ত্বককে করে মসৃণ ও কোমল।হয়ে উঠে প্রানবন্ত,সজিব।

অপকারিতা:

ডাউনলোড করুন

গ্লিসারিনের অপকারিতা নাই বললেই চলে।যেখানে  যেভাবে খুশি ব্যবহার করা যায়।তবে অতিরিক্ত ব্যবহারে চুল ত্বক চিটচিটে হতে পারে। 

সাবধানতা:

খেয়াল রাখতে হবে কখনও যেন গ্লিসারিন মুখের ভিতর  না চলে যায় তাতে পেটের পীড়া হতে পারে।

পরিশেষে বলতে পারি যে ,মানব জীবনে গ্লিসারিনের প্রভাব  অভূতপূর্ব।জীবনকে সহজ ও স্বাচ্ছন্দ্য করতে এর অবদান  অনস্বীকার্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url